বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর দায়ের করা মানহানীর মামলা প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটি। রবিবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মী সহ রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটি’র সহ-সভাপতি অপু চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহমত আলীর পরিচালনায় বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ মামলার মাধ্যমে গণমাধ্যমের কন্ঠ রোধ করতে চান। কিন্তু সকল অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী অব্যাহত থাকবে। সত্য প্রকাশে কখনো কোন কিছুর সাথে আপস করা হবে না। বক্তারা আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করে। এ ধরনের হয়নারীমূলক মামলা গণমাধ্যমের স্বাধীন অগ্রযাত্রার পথে অন্তরায়। এজন্য বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মাছরাঙা টিভি’র প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রভাষক আব্দুল করিম, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, যমুনা টিভি’র প্রতিনিধি প্রদীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, দৈনিক জনতার দলিল পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ এম এ জলিল, জেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, দৈনিক প্রভাকরের প্রধান প্রতিবেদক জাহেদ আলী মামুন, দৈনিক খোয়াই সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর রহমান, সংবাদের জেলা প্রতিনিধি মো. শাহ আলম, হবিগঞ্জ অনলাইন টিভি ইউনিটি’র সদস্য আব্দুল হান্নান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মো. তানভীর হোসেন, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার মহসিন আহমেদ, সমরাজ মিয়া, এস কে সুজন, হারুনুর রশীদ, রাহিম আহমেদ, লিমন শাহ, সাংবাদিক রুবেল মিয়া, সাহানুর রহমান সোহান, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার সনজব আলী, বিএসটিভি’র মো. সজল, আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ রাজা, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান শাওন, মো. আবুল হাসান রাজা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com