মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

একজন কর্ম উদ্যোগী ইউএনও’র গল্প

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কাজ করি মনের ভাল লাগা থেকে। কোন কিছু পাবার আশায় নয়। সরকারী চাকুরীর সুবাধে যখন যেখানে যাই, সে স্থানকেই নিজের আপন ঠিকানা হিসেবে মনে করি। আমি ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই লক্ষ্যে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই উন্নয়ন হবে সামগ্রীক উন্নয়ন। আমি বিশ^ান করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে, সেই এগিয়ে যাওয়াকে আরো শক্তিশালী করতে আমরা মাঠ পর্য্যায়ে কাজ করে যাচ্ছি। আমরাও চাই দেশটা একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে বিশ^ দরবারে মাথা উঁচু করে দাড়াক। এভাবেই একান্ত স্বাক্ষাতকারে নিজের ভাল লাগার কথাগুলো ব্যক্ত করলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং। এ গ্রামের রয়েছে বহু বছরের ঐতিহ্যের ইতিহাস। সেই ঐতিহাসিক বানিয়াচংকে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চান ইউএনও মাসুদ রানা। বানিয়াচং উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পরপরই ইতিহাস সমৃদ্ধ আমাদের প্রিয় বানিয়াচংকে নিয়ে তিনি নানা পরিকল্পনা হাতে নেন। ইতিমধ্যে বানিয়াচংবাসী সৃষ্টিশীল ইউএনও মাসুদ রানার কার্যক্রম গুলো পরখ করেছেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কাজগুলোর ভূয়শী প্রশংসাও করেছেন। সুশীল সমাজ থেকে শুরু করে এমন কোন পেশার লোক নেই যিনি ইউএনও মাসুদ রানাকে চেনেন না। মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়, এ মুলমন্ত্রকে মনে প্রাণে লালন করে নিজ দায়িত্বের বাইরেও অনেক কাজ করে যাচ্ছেন তিনি। বিগত বন্যার সময় নিজ বাসায় গরু কোরবানী করে পরিবারের মানুষজনকে সময় না দিয়ে সারা দিন ছুটে বেড়িয়েছেন অসহায় আশ্রয়হীন বন্যার্ত মানুষের মাঝে মাংস বিতরণ করতে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশাপাশি গবাদীপশুর খাদ্য নিয়েও ছুটে বেড়িয়েছেন গ্রাম থেকে গ্রামান্তর কৃষকের কাছে। যা ছিল চোখের পড়ার মত। এখনো থেমে যায়নি এ সকল মানবিক কাজগুলো। প্রায়শই দেখা যায় অফিসে বসে গরীব, অসহায় মানুষের বিভিন্ন অভিযোগ অনুযোগ শুনছেন, এসময় ব্যক্তিগতভাবে অনেক অসহায় মানুষজনকে আর্থিকভাবে সহযোগিতাও করছেন। এসব মানবিক কাজের পাশাপাশি প্রিয় বানিয়াচংকে নতুনভাবে আরো কিভাবে উপস্থাপন করা যায়,সেই বিষয়গুলো নিয়ে প্রতি নিয়ত নতুন নতুন ধারণা তৈরী করে যাচ্ছেন ইউএনও মাসুদ রানা।
ইতিমধ্যে ইউএনও মাসুদ রানা বানিয়াচংয়ের প্রবেশদ্বারকে আকর্ষনীয় করতে বানিয়াচঙ্গের বিভিন্ন প্রবেশদ্বারে সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ১০ হাজার গাছের চারা রোপনের অংশ হিসেবে প্রায় ৩হাজার গাছের চারা রোপন করেছেন। যা দিয়ে ঢেলে সাজানো হচ্ছে পৃথিবীর মহা গ্রাম বানিয়াচংকে। শুধু তাই নয় মানুষের জীবন মান উন্নয়নেও নিরবে নিবৃত্তি কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ভিক্ষুক ও ছিন্নমুল মানুষকে সম্মানজনক পেশায় সংযুক্ত করার জন্য কার্যক্রম হাতে নিয়েছেন ইউএনও মাসুদ রানা। তিনি বলেন চলার পথে অসহায়, হতদরিদ্র মানুষজনকে যখন দেখি তারা অতি কষ্টে দিনাতিপাত করছে, তখনই মনের ভিতরে আলাদা একটা টান মেরে উঠে, এসকল মানুষের কষ্ট লাগবের জন্য আমার অবস্থান থেকে যথা সাধ্য চেষ্টা করি তাদের মুখে হাসি ফুটানোর জন্য, হয়তো বা সবাইকে সহযোগিতা করা সম্ভবও হয়ে উঠে না, কিন্তু আন্তরিকতার কোন ত্রুুটি রাখিনি। এছাড়া পর্যটনের সুবর্ণ ভূমি বানিয়াচংকে পর্যটন নগরী হিসেবে পরিচিতি এনে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত প্রেরণ করছেন পত্র। সাথে পাঠিয়ে দিচ্ছেন দর্শনীয় বিভিন্ন লোকেশনের মন মাতানো ছবির দৃশ্যায়ন। ইউএনও মাসুদ রানা বলেন যে কোন মহতী কাজের পেছনে লেগে থাকতে হবে, এক সময় একাজের সফলতা আসবেই। এজন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। বানিয়াচং নিয়ে আরো বহু পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করছেন ইউএনও মাসুদ রানা, হয়তো অনেক কাজের বিষয়ে আমরাও জানিনা, যখনই মনে হবে একটি কাজের পরিবেশ তৈরী হয়েছে তখনই সেটা বাস্তবায়নের কাজে হাত দিবেন ইউএনও মাসুদ রানা। ‘সাইকিং করুন,সুন্দর জীবন গড়-ন’ এই শ্লোগানে বানিয়াচং সাইকিং গ্রুফ নামে একটি সংগঠন করতে যাচ্ছেন, ইতিমধ্যে একাজের সাথে সংযুক্ত করেছেন বানিয়াচঙ্গের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। নিজের আপনজন ছেড়ে সম্পুর্ন অচেনা একটি জায়গায় শুধুমাত্র চাকুরীর সুবাধে এসে সেই জায়গার মাটি ও মানুষকে নিয়ে ভাবা এবং আপন মনে কাজ করে যাওয়া সত্যিই এক মহানুভব মানুষের কাজ। ইউএনও মাসুদ রানা এক সময় বানিয়াচং থাকবেন না, কিন্তু উনার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে স্মৃতির পাতায় বানিয়াচংবাসীর আজীবন ভালবাসার মানুষ হিসেবে বেঁচে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com