রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জের বদলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী ভর্ষণে ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চল এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন। গতকাল ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদিনব্যাপি উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী এবং পিটুয়াকান্দি এলাকায় দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নির্মিত ব্রিজ ও ১ কি.মি এইচবিবি রাস্তা বন্যায় অকেজো হয়ে পড়ায় এগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুমিনুর রহমান সজীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। পরিদর্শনে ব্রীজের নিচ হতে মাটি সরে যাওয়া এবং রাস্তার বিভিন্ন জায়গায় ইট সলিং উঠে ভাঙনধরে রাস্তার বেহালদশা হওয়ায় দ্রুত ব্রীজ ও রাস্তা মেরামত হবে বলে এলাকাবাসীদের আশ্বাস কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শিঘ্রই কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেন মতিউর রহমান খানঁ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com