বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

নবীগঞ্জে মতবিনিময় সভা এমপি কেয়া চৌধুরী নারী জাগরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্র“তিবদ্ধ

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষা, নারী জাগরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। দেশ ও জনপদের উন্নয়নে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শাসক নয়, জনগণের সেবক হিসেবে উন্নয়নের সেতুবন্ধন স্থাপন করতেই জনপ্রতিনিধি নির্বাচিত হন। দায়িত্ববোধ ও দেশ প্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। জবাবদিহিতায় বিশ্বাসী হতে হবে। তাহলেই ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার প্রতিশ্র“তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা-মাধবপুর সড়ক পরিদর্শন ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন আয়োজিত উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোস্তফা কামাল। আসন গ্রহণ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সাংবাদিক রাকিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাবেক চেয়ারম্যান নাজমূল হোসেন নজরুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ, বিশিষ্ট মুরুব্বী ও আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান, আবদুর রহিম, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন প্রমূখ। সমাবেশে উল্লেখিত সড়কের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেয়া হয়। আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোস্তফা কামাল। এদিকে, ঘোলডুবা-মাধবপুর সড়কে প্রস্তাবিত মাটি ভরাট প্রকল্প পরিদর্শন শেষে রাস্তার পার্শ্ববর্তী শিখন ও আনন্দ স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com