শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জ পৌরসভার নাগরিকদের চরম ভোগান্তি ॥ ১০ দিন যাবৎ কোন সার্টিফিকেট পাচ্ছেন না পৌরবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধিন। এদিকে ৩ জন প্যানেল মেয়র থাকা সত্বেও পৌরবাসী নাগরিক সার্টিফিকেট সহ বিভিন্ন নাগরিক সুবিধায় ভোগান্তির শিকার হচ্ছেন।
গত ৪ আগষ্ট পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী নমুনা প্রদান করেন। পরের দিন ৫ আগষ্ট আসে তার করোনা পজিটিভ রিপোর্ট। এর আগে প্রায় ১০ দিন যাবৎ তিনি বাড়িতে জ¦র ও করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারাইন্টানে থেকেও পৌরসভার দাপ্তরিক কাজ চালিয়ে গেছেন। নাগরিকদের জরুরী নাগরিক সনদ, জন্ম মৃত্যু সনদসহ বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করেছেন। কিন্তু মেয়র ছাবির আহমদ চৌধুরীর করোনা পজিটিভ রিপোর্ট আসার দু’দিন পর তিনি উন্নত চিকিৎসার জন্য সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি হন। এর পর থেকে নাগরিকরা ট্রেড লাইসেন্স, জাতীয় সনদ, জন্ম, মৃত্যু সনদপত্রের জন্য এসে ফিরে যাচ্ছেন। একজন সিনিয়র সাংবাদিক তার জরুরী জন্ম সনদ আনতে গিয়ে ব্যর্থ হন। স্বাস্থ্য বিধি অনুযায়ী করোনায় আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে কমপক্ষে ২১ দিন থাকতে হবে। সে অনুযায়ী মেয়র সাবির আহমেদ চৌধুরীকে আগামী ২৫ আগষ্ট পর্যন্ত হোম আইসোলেশনে থাকতে হবে। নিয়মানুযায়ী মেয়রের অবর্তমানে প্যানেল মেয়র কাজ চালিয়ে যাবার কথা। কিন্তু পৌরসভায় ৩ জন প্যানেল মেয়র থাকা সত্বেও এসব কাজে নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ব্যপারে প্যানেল মেয়র-১ এটিএম সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারকতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com