শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জে করোনা যুদ্ধে জয়ী হলেন ডিসিসহ প্রশাসনের ৫ কর্মকর্তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ৫ কর্মকর্তা করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তারা সুস্থ্য হয়ে কাজে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফরেন্সে অংশ নেন এ ৫ কর্মকর্তা। পরে তারা নিজ নিজ কার্যালয়ে কাজে যোগ দেন। এছাড়াও বুধবার আরও ৬ জন সুস্থ্য হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৪ জন সুস্থ্য হয়েছেন।
হবিগঞ্জে করোনা পরিস্থিতির শুরু থেকেই জনসচেতনতা তৈরিতে মাঠে কাজ শুরু করেন জেলা প্রশাসক কামরুল হাসান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দরিদ্র কর্মহীনদের ঘরে ঘরে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। গত ২৫ এপ্রিল করোনা আক্রান্ত হন জেলা প্রশাসক। এডিএম, ইউএনও, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ১০ কর্মকর্তাও করোনা আক্রান্ত হন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক কামরুল হাসান, এডিএম উম্মে ইশরাতসহ ৫ কর্মকর্তাকে সুস্থ্য ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৭ জন। সুস্থ্য হয়েছেন ৩৪ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, করোনা যুদ্ধে জয়ী হওয়ার পেছনে প্রচন্ড মনোবলই কাজ করেছে। অসুস্থ্য হয়েও আমরা ভার্চুয়ালী কাজগুলো পরিচালনা করেছি। বিশেষ করে আমি অনলাইনে অফিসের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সবাইকে মনোবল ধরে রাখার জন্য কাজ করেছি। ডাক্তার, নার্স, পুলিশসহ আমরা যারাই আক্রান্ত হয়েছি সবার মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছি। তিনি বলেন, আমি ব্যায়াম করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ধর্মীয় বয়ান শুনেছি। গরম পানি খেয়েছি, গরম পানি দিয়ে গারগল করেছি, কালোজিরা, মধু ও মৌসুমী ফলমুল খেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com