বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

করোনা মোকাবেলায় যেভাবে লড়ে যাচ্ছেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস মোকাবেলা ও বিস্তাররোধে দেশের যে কজন এমপি রয়েছেন তাদের মাঝে অন্যতম। নবীগঞ্জ-বাহুবলের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী। বাংলাদেশে করোনা রোগি সনাক্ত হওয়ার পরপরই গত ১০ মার্চ থেকে ঢাকায় না থেকে এমপি মিলাদ গাজী নিজ নির্বাচনী এলাকায় চলে আসেন। নির্বাচনী এলাকায় এসে তিনি বসে থাকেননি। যোগাযোগ শুরু করেন সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা জানিয়ে দেন তাদেরকে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এমপি মিলাদ গাজী। তিনি বলেন, সরকারি বিধিমালা জারি হওয়ার পর পরই হাজার হাজার শ্রমজীবী মানুষের পাশে দাড়ান। মানুষের স্বাস্থ্য সুরক্ষার প্রতি বিশেষ নজর দেন। স্বাস্থ্য সামগ্রী বিতরণের পাশাপাশি জরুরি সেবাদানে নবীগঞ্জ ও বাহুবলে দুইটি মাইক্রোবাস দেন। যা এম্বুলেন্স হিসেবে ব্যবহার হচ্ছে। এর পরে তিনি কর্মহীন হয়ে পড়া মানুষের খবর নেয়া শুরু করেন। তিনি নিজ উদ্যোগে ৫০০০ হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়া গুরত্বপূর্ণ ব্যক্তিদের হাতে তুলে দেন ৭০০ পিপিই। হাত ধৌত করার জন্যে প্রতিটি থানা ও উপজেলা কেন্দ্রে বেসিনের ব্যবস্থা করে দেন। মিলাদ গাজী, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে দলীয় কমীদের নিয়ে টিম গঠন করেন। ওই টিমের সদস্যরা পাড়া মহল্লায় গিয়ে কর্মহীন মানুষের তালিকা তৈরি করেন। ওই তালিকা ধরে খাদ্য অনেক সময় নিজে গিয়ে ঘরে পৌঁছে দিয়েছেন, এখনো দিচ্ছেন। অনেক সময় কর্মীদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রীর প্যাকেট। ওইসব সামগ্রী পৌঁছে গেছে কর্মহীন মানুষের ঘরে। এ পর্যন্ত ৫/৭ হাজার পরিবারকে ওইভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি শুধু অসহায়দের দিকেই নজর দেননি। মধ্যবিত্ত পরিবারেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ফেইসবুকে মধ্যবিত্ত পরিবারদেরকে আহ্বান জানান, যারা খাদ্য সংকটে আছেন তারা যেন তার মোবাইল নম্বরে যোগাযোগ করেন। মোবাইল নম্বরও ফেইসবুকে দিয়ে দেন। প্রতিদিনই অনেক অনেক ফোন আসতে থাকে তার কাছে। তাদের তালিকা তৈরি করে ঘরে খাবার পৌছে দিতে শুরু করেন তিনি।প্রায় ৩/৫ হাজার মধ্যবিত্ত পরিবারকে ওইভাবে খাদ্য সহায়তা দিয়েছেন। এখনো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিনই প্রায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি যে সম্মানী পাই, তা ব্যয় করা হয় এই খাদ্য সহায়তা বিতরণে। এছাড়া পারিবারিকভাবেও অর্থের যোগান দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই অবস্থা চলমান থাকবে বলে তিনি জানান। রমজান মাস শুরুর পর প্রতিদিনই ইফতার সামগ্রী বিতরণ করছেন মিলাদ গাজী। এই মূহুর্তে করোনা রোগি সনাক্ত হওয়ার পর তাদের সেবার জন্যে নিজ উদ্যোগে দুইটি এম্বুলেন্স দিয়েছেন স্বাস্থ্য বিভাগকে-জানিয়েছেন মিলাদ গাজী। কৃষি নির্ভর নির্বাচনী এলাকা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষক যাতে নিরাপদে ঘরে ধান তুলতে পারেন সেই পরিকল্পনা নেন। ধান কাটা উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে। এর পর দলীয় নেতাকর্মীসহ প্রশাসনের লোকজন ধান কাটায় কৃষকদের সহযোগিতা শুরু করেন। এতে আমরা সফল হয়েছি। ৮০ ভাগ কৃষক ঘরে ফসল তুলছেন। শংকা কেটে গেছে। এলাকার মিলাদ গাজী বলেন, করোনার অভিশাপ থেকে যাতে আমরা মুক্তি পাই, সেজন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। বিশেষ করে এই রমজান মাসে প্রত্যেক মুসলমানকে নিয়মিত রোজা রাখার আহবান জানান। নামাজ পড়ার অনুরোধ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, একমাত্র আল্লাহ-ই আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com