বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় গত ১৮/০৪/২০২০ইং তারিখে ১ম বর্ষ, ৫ম সংখ্যার ১ম পাতায় ‘মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী লিয়াকত আলী ও তার পরিবারবর্গ আওয়ামী রাজনীতিতে’ ‘আবু জাহির এমপি নাকি অন্য কারো হাত ধরে’। উক্ত সংবাদটি আমাদের নির্বাচিত প্রতিনিধি এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হইয়াছে। উক্ত সংবাদে উনার নেয় মতামত অতি সংক্ষিপ্ত এবং বিকৃত আকারে উপস্থাপন করা হইয়াছে। যাতে মূল সত্য উপস্থাপিত হয় নাই। এইরূপ আংশিক কিংবা খন্ডিত মতামত উপস্থাপন করায় এবং রাজাকার পরিবারের সহিত এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়ের ছবি ছাপানোর কারণে আমাদের নির্বাচিত প্রতিনিধি এডভোকেট মোঃ আবু জাহির এর ব্যক্তিগত, দলীয় এবং সামাজিক ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রইয়াছে। এমতাবস্থায় আমি নিম্ন স্বাক্ষরকারী উনার পক্ষে এবং উনার সম্মতিতে এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া এই সংবাদের মূল বিষয়বস্তুটি জনগণের সামনে উপস্থাপিত হওয়া একান্ত আবশ্যক। যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর এবং মানবতাবিরোধী অপরাধের মতো একটি জাতীয় বড় ইস্যু। এই ক্ষেত্রে এই সংবাদের বিষয়বস্তু এবং আমাদের নির্বাচিত প্রতিনিধির বক্তব্য আংশিক, অর্ধসত্য কিংবা খন্ডিত বক্তব্য উপস্থাপন কোন অবস্থাতেই কাম্য নয়। কোন পত্রিকা, কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হওয়া উচিত নয় বলে মনে করি। তাছাড়া যা প্রচলিত আইন ও সংবাদপত্রের প্রকাশনা আইনেরও পরিপন্থী। রাজাকার লিয়াকত আলী আওয়ামী লীগে যোগদানের নেপথ্য বা প্রকৃত ঘটনা হলো এই, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা ও সাবেক ২নং মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী এবং জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বর্তমান পিপি আবুল হাশেম মোল্লা মাসুম সম্পর্কে একে অন্যের আপন মামাতো ও ফুফাতো ভাই, তারা উভয়েই একই গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। ২০০০ইং সালে সুকৌশলে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সাহেবকে ভুল বুঝিয়ে আবুল হাশেম মোল্লা মাসুম তার মামাতো ভাই লিয়াকত আলী চেয়ারম্যানকে আওয়ামী লীগে যোগদান করান। এর পরপরই তৎকাকলীন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ভুল বুঝিয়ে আবুল হাশেম মোল্লা মাসুম তার মামাতো ভাই লিয়াকত আলীকে লাখাই উপজেলা কৃষকলীগের সভাপতি বানান। দীর্ঘ দুই/আড়াই বছর লিয়াকত আলী কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সালের জানুয়ারী মাসে লাখাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে আবুল হাশেম মাসুম এককভাবে তার প্রভাব খাটিয়ে তারই মামাতো ভাই রাজাকার লিয়াকত আলীকে লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। তৎকালীন সময়ে মাসুম মোল্লা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ঐ সময় সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ডাঃ মুশফিক হুসেন চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাদের মাধ্যমেই মাসুম মোল্লা লাখাই উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করিয়ে নেন। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি এডভোকেট মোঃ আবু জাহির তৎকালীন সময়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তখন উনার মাধ্যমে কোন কমিটি অনুমোদন হওয়ার সুযোগ ছিল না। পরবর্তীতে ২০০৩ সালের মে মাসে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলারদের ভোটে নির্বাচনের মাধ্যমে এডভোকেট মোঃ আবু জাহির বিপুল ভোটে আবুল হাশেম মোল্লা মাসুমকে পরাজিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে কয়েক বছরের মধ্যে নানা কারণে এবং উভয়ের মধ্যে আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক কারণকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ২০০৯ইং সনে উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে আবুল হাশেম মোল্লা মাছুম ও লিয়াকত আলী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উভয়েই পরাজিত হন। সেই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা রফিক আহমদ। ২০১১ সালে আবুল হাশেম মোল্লা মাসুম রাজাকার লিয়াকত আলীর সাথে ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন। পরবর্তীতে লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের জনৈক ব্যক্তি রাজাকার লিয়াকত আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। তৎকালীন সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু জাহির উক্ত সংবাদ অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজাকার লিয়াকত আলীকে লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ হইতে বহিস্কার করেন। অপরদিকে ওই মামলার বিষয়টি নিষ্পত্তির জন্য আবুল হাশেম মোল্লা মাসুমসহ তার সঙ্গীয় বেশ কয়েকজন মিলে উক্ত মামলার স্বাক্ষীদেরকে বশিভুত করে মামলা থেকে রাজাকার লিয়াকত আলীকে বাঁচানোর চেষ্টা করাকালীন সময়ে বিষয়টি মানবতাবিরোধী ট্রাইব্যুনালের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষিত হয়। যা ওই সময়ে স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। পরবর্তীতে ২০১৪ইং সনে মামলা তদন্তাধীন থাকা অবস্থায় মাসুম মোল্লা রাজাকার লিয়াকত আলীকে মামলা থেকে রক্ষার মিথ্যা আশ্বাস দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাসুম মোল্লাকে জয়ী করার জন্য রাজাকার লিয়াকত আলীর সঙ্গে আতাত করে। সেই নির্বাচনেও রাজাকার লিয়াকত আলীর সাথে আতাত করার পরও তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদের সঙ্গে প্রতিদ্বনিদ্বিতা করে বিপুল ভোটে মাসুম মোল্লা পরাজিত হন।
উল্লেখ্র যে, ১৯৯০ইং সনে মাসুম মোল্লা লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৬৮ ভোট পেয়ে জামানত হারান। মোড়াকরি ইউপির আরেক রাজাকার বাহিনীর কমান্ডার মাওলানা শফিউদ্দিন মাসুম মোল্লার আপন বড় ভাইয়ের শ্বশুর। তাছাড়া রাজাকার লিয়াকত আলীর ছেলে এবং ভাইয়ের যে বক্তব্য আপনার পত্রিকায় উপস্থাপন করা হইয়াছে, তা আদৌ সত্য নহে। মূলত মাসুম মোল্লার আত্মীয়-স্বজনই রাজাকার এবং তার মাধ্যমেই রাজাকার ও রাজাকার পরিবারের সদস্যরা আওয়ামী লীগে পুনর্বাসিত করা হইয়াছে।
উল্লেখ্য যে, আপনার পত্রিকায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়ের যে ছবি রাজাকার লিয়াকত আলীর সহিত ছাপা হইয়াছে ওই সময় রাজাকার লিয়াকত আলী নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ছিলেন। এই কারণে সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাসহ মাননীয় সংসদ সদস্যের সহিত ছবি থাকাটাই স্বাভাবিক।

বিনীত-

(এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু)
আইন উপদেষ্টা
এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়।

সভাপতি
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com