বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে সৌদি আরব প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দোকাপাট জনসমাগম সবকিছু বন্ধ থাকায় কর্মবঞ্চিত লোকজন রয়েছেন বিপাকে। সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত শ্রমিক, দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের সহায়তায় খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন এলাকার প্রবাসীরা। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আজিজুর রহমান, মোঃ সেলিম আহমেদ ও মোঃ নুরুল আমীন মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। এই তিন সৌদি আরব প্রবাসীর অর্থায়নে নাদামপুর গ্রামে ১৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ব্যবস্থাপনায় ছিল সমাজ কল্যাণ পরিষদ। সামাজিক দুরত্ব বজায় রাখতে শনিবার বিকালে নাদামপুর গ্রামে ১৬০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ৩ কেজি চাল, ১কেজি ছানা, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ টা লাইফবয় সাবান বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এতে উপস্থিত ছিলেন নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাও. মুশাহিদ আলী, মোঃ মর্তুজ আলী, মোঃ আব্দুর রউফ, আব্দুর রহমান, বিলাল মিয়া, আব্দুল জলিল, শাহ্ গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রবাসী মোঃ নুরুল আমীন, মোঃ আব্দুল আজিদ, আব্দুল মুহিব, মোঃ ফুরুক মিয়া সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরব প্রবাসী মোঃ সেলিম আহমেদ মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় কর্মবঞ্চিত মানুষদের কষ্ট হচ্ছে। সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত সকল মানুষের কষ্ট লাগবে মানবিক দিক বিবেচনা করে যার যার এলাকার প্রবাসীগণ ও বিত্তবানদের দুর্যোগপূর্ণ সময়ে মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রবাসে থাকলেও আমাদের মন সর্বদা কাজ করে দেশ ও এলাকার মানুষের জন্য। দুর্যোপূর্ণ সময়ে আমরা তিন প্রবাসীর দেয়া উপহারে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com