মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

র‌্যাব আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মে, ২০১৪
  • ৪৫৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নারায়ণগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় র‌্যাবকে জড়িয়ে কথা বলায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলামকে র‌্যাবের পক্ষ থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সার্কিট হাউজে দ্বিতীয় দিনের মত গণশুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে এই অভিযোগ করেন শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম বলেন, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। মানুষ নূর হোসেন ও তার সহযোগিদের কারণে জবানবন্দি দিতে ভয় পাচ্ছে। এছাড়া শহিদুল ইসলাম হত্যার ঘটনার সাথে জড়িত তিন র‌্যাব কর্মকর্তার শিগগিরই গ্রেপ্তার না করা হলে আন্দোলন করারও হুমকি দিয়েছেন। শহিদুল জানান, শুধুমাত্র প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা নীরব রয়েছি। কারণ ঘটনার পূর্ণ তদন্তের জন্য প্রধানমন্ত্রী পুরাপুরি আশ্বাস দিয়েছেন। তবে শহিদুল ইসলাম হুমকির ধরন বিষয়ে খোলাসা করে কিছু বলেননি। এই শহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নৃশংস সেভেন মার্ডারের ঘটনার পর ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাব সদস্যদের অপহরণ ও খুনের ঘটনার জন্য সরাসরি র‌্যাব ও নূর হোসেনের যোগসাজসের কথা প্রকাশ করে সারা দেশে হইচই ফেলে দিয়েছিলেন। শহিদুল ইসলাম অভিযোগ করেছিলেন যে নূর হোসেন টাকার বিনিময়ে, র‌্যাবের সরাসরি সহযোগিতায় নজরুলসহ সাত জনকে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। এদিকে উচ্চ আদালতের নির্দেশনায় সাতজনকে নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই তদন্ত কমিশন বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয়বারের মত জবানবন্দি নেওয়া শুরু করে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহিদুল ইসলাম সার্কিট হাউজে জবানবন্দির জন্য যান এবং বেলা ১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এই তদন্ত কমিশন ১২মে প্রথমবারের মত জবানবন্দি নেওয়া শুরু করে। প্রথম দিনে মাত্র ৬ জন মানুষ জবানবন্দি দেন। গত ১০ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। এই তদন্ত কমিশন প্রথমে নিহতদের পরিবারের স্বাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করে। প্রথম দিনের স্বাক্ষ্য দেওয়া ৬ জনের মধ্যে শাহিন আজাদ নামের একজন ব্যক্তি অভিযোগ করে বলেন, সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ নেতা নূর হোসেন সরাসরি জড়িত। নূর হোসেন যিনি স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য শামীম ওসমানের অন্যতম সহযোগী, তিনি র‌্যাবের সহায়তা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটান। শহীদুল ইসলাম বলেন, র‌্যাব আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা যেকোনো সময় আমাকে অপহরণ করতে পারে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমি আমার নিরাপত্তার দাবি জানাচ্ছি। গণশুনানি শেষে শহীদুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, সাত খুনের সাক্ষিরা সবাই সিদ্ধিরগঞ্জের। এ জন্য গণশুনানি যেন সিদ্ধিরগঞ্জে করা হয়। সাক্ষ্যগ্রহণ সিদ্ধিরগঞ্জে হলে আরো অনেকেই সাক্ষ্য দিতে আসতেন। নূর হোসেনের ভয়ে এখানে কেউ সাক্ষ্য দিতে আসছে না। আসামি গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বিচারের যে আশ্বাস দিয়েছে আমারা তাতে সন্তুষ্ট। এর আগে ১২ মে প্রথম অুনষ্ঠিত গণশুনানিতে সাতজন সাক্ষ্য দেন। এই তদন্ত কমিটি ৯ মে নিহত ব্যক্তিদের স্বজনদের সাক্ষ্য নিয়েছে। সেদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাতজনের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। ৮ মে দুপুরে তদন্ত কমিটি নারায়ণগঞ্জে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলা প্রধান আসামী কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে আটক করে। এ ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামসহ তার পরিবার থেকে অভিযোগ করা হয়, ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাবকে দিয়ে ওই সাতজনকে হত্যা করিয়েছেন নূর হোসেন। এ অভিযোগের পর গত ৬ মে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত করা হয়। এরপর গত ১৩ মে দুপুরে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইজিপিকে নির্দেশ দেন হাইকোর্ট। দণ্ডবিধি বা বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করতে বলেন আদালত।
উল্লেখ্য ২৭ এপ্রিল রাজধানীর একটি আদালত থেকে জামিন নেওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাছ থেকে অপহরণের শিকার হন নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবি চন্দন সরকারসহ সাত ব্যক্তি। পরবর্তীতে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে এই সাত জনের লাশ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com