বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

নবীগঞ্জে এনা বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত দুই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৩৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কুড়াগাঁও এলাকায় এনা পরিবহনের বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
নিহতরা হলেন, উপজেলার পানিউমদা ইউনিয়নের ছনর মিয়ার ছেলে সুমেল মিয়া (২৫) ও গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (টেকইয়া) গ্রামের ইমন আলীর পুত্র গরু ব্যবসায়ী শমসু মিয়া (৫০)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উল্লেখিত সময় উপজেলার পানিউমদা বাজার থেকে আউশকান্দি গামী একটি সিএনজি অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৩১৪) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী সুমেল মিয়া (২৫) ও সমছু মিয়া (৫০) নিহত হয়। এ ঘটনায় আহত হয় সিএনজি চালকসহ ২জন। আহতরা হলেন, অটোরিকশা চালক বুলবুল মিয়া (৪৫) ও সিএনজি যাত্রী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য সাতাইহাল মুকামপাড়া গ্রামের জোছনা আক্তারসহ (৫৫) ও তার পুত্র মাহফুজ মিয়া (১৩)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় প্রায় ১ ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাশে শত শত যান বাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পনিউমদা থেকে আউশকান্দি গামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরিত দিক থেকে আসা একটি এনা পরিবহনের বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাসটি আটক রয়েছে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com