বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিকতার দিকপাল, সিলেট বিভাগের রত্ন, আর্ন্তজাতিক মিডিয়া ব্যক্তিত্ব শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং ক্রাইম রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে সরকারদলীয় এমপি সাইফুজ্জামান শেখর কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র নতুনবাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার। সাধারন সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় এতে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিত। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, কেন্দ্রীয় আল-ইসলার সহ-প্রচার সম্পাদক কাজী হাসান আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, উপজেলা গণফোরাম সদস্য সচিব মুরাদ আহমদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য মোঃ অলিউর রহমান, শাহ সুলতান আহমদ, সাংবাদিক ছাদিকুল ইসলাম, এম মুজিবুর রহমান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সলিল বরন দাশ, শাহ মিজানুর রহমান, শামীম আহমদ চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মোঃ শওকত আলী, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি মুহিবুর রহমান, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম এ মুহিত, সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি ফোরামের সাধারন সম্পাদক ছনি চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান ফারুকী, তৌহিদ চৌধুরী, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী, পৌর পাঠক জমিনের সভাপতি জহিরুল ইসলাম ছোহেল, সাংবাদিক নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, সাংবাদিক সানিউর রহমান তালুকদার, মোঃ হাসান চৌধুরী, শফিকুল ইসলাম নাহিদ, আলী জাবেদ মান্না, তাজুল ইসলাম, বিএনপি নেতা এম এ মুছাব্বির, মহসীন চৌধুরী, ওয়ারিছুল আম্বিয়া তালুকদার, সাংবাদিক অঞ্জন রায়, উপজেলা ছাত্রদল নেতা কপিল উদ্দিন প্রমুখ। মানববন্ধন ও সামাবেশে বক্তারা বলেন, সিলেট বিভাগের কৃতি সন্তান, নবীগঞ্জের রত্ন মতিউর রহমানকে অহেতুক হয়রানীর চেষ্টা করলে গোটা সিলেট বিভাগকে অচল করে দেয়া হবে। ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন দিয়ে গণতন্ত্র ও সাংবাদপত্রের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা সফল হবেনা। নির্বিক ও নির্লোভ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীরসহ সকল সাংবাদিকের উপর কথিত কালো আইনে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিথ্যা ও ভুতুরে মামলা দিয়ে দেশের সম্পদ ও সাংবাদিকতার আইকন মতিউর রহমান চৌধুরীকে হয়রানীর চেষ্টা কখনও মেনে নেয়া হবেনা। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com