মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

করোনা সমস্যা নিয়ে সতর্ক অবস্থানে নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি কেবিন প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়। করোনা ভাইরাস সন্দেহভাজন রোগীদের রাখা হবে আইসোলেশনে। করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে জনগনকে সর্তক থাকার পরামর্শ চিকিৎসকদের। হবিগঞ্জ ১ (নবীগঞ্জ বাহুবল) আসনের এমপি গাজী মোহাম্মাদ শাহনওয়াজ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপি আই আবুল ফয়েজ সৈয়দ তোয়াহার পরিচালনায় শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের ইমাম শামছুল ইসলাম। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী মোহাম্মাদ শাহনওয়াজ এমপি। বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, পঃ পঃ কর্মকর্তা আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কুমার সাহা, প্রিয়াংকা পাল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির পক্ষে সাংবাদিক মোঃ নাবেদ মিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডঃ আবুল ফজল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, সাবেক সহ-সভাপতি সালমান চৌধুরী। সভায় বক্তরা বলেন, নবীগঞ্জ উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার, হাসপাতালের স্টাফসহ সকল কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসপাতালের গেইটের ভেতরে সন্ধ্যার পর মাদকাশক্ত যুবকদের আড্ডায় বিশেষ নজরদারি রাখতে পুলিশ প্রশাসনকে আহবান করা হয়। যাতে করে প্রয়োজন ছাড়া অযতা হাসপাতাল এড়িয়াতে কেউ ঘুরাঘুরি করতে না পারে। এছাড়া ও হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সমস্যা গুলো সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন এমপি শাহনওয়াজ মিলাদ। এরপুর্বে প্রজেক্টর এর মাধ্যমে তুলে ধরা হয় হাসপাতালের বিভিন্ন সমস্যার চিত্র। এর মধ্যে অন্যতম হল হাসপাতালের সামনে বর্জ পরিস্কার, ডাম্পিং ব্যবস্থা। কোয়াটারে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের রান্নার জন্য গ্যাস ব্যবস্থা প্রদানসহ সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com