বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ওয়াজ ও ওরস সমাপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধ ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (রঃ) এর সংগী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ২দিন ব্যাপী ওয়াজ ও ওরস মোবারক। বুধবার ওয়াজ ও ওরসের প্রথম দিন মাজার সংলগ্ন তাহার অধস্থন পুরুষ সাকির মোহাম্মদ লাখেরাজ খানে বাড়ীতে অবস্থিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরসের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর পবিত্র মাজার শরীফে মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর পক্ষে গিলাফ ছড়ান আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদ, মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, চন্দ্রচড়ী দরবার শরীফের সৈয়দ আব্দুর রউফ, দাউদ নগর হাবেলীর সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মোতাহার চৌধুরী, সহিদুর রহমান চৌধুরী সহ অন্যানরা। গিলাফ ছড়ানোর পর গজল পরিবেশন করেন, মাদ্রাসার ছাত্র হাফেজ মিজান, হাফেজ বদরুল হাফেজ শাহিন, ফরিদ মিয়া এবং মধ্য রাত পর্যন্ত ওয়াজ করেন মোফাচ্ছিরে কোরআন হযরতুল আল্লামা গোলাম মোস্তফা নবীনগরী সাহেব, হযরত মাওঃ ইলিয়াছ উদ্দিন ভুইয়া, হযরত মাওঃ কাজী আব্দুল আলীম সাহেব, হযরত মাওঃ হাফেজ মকদ্দুছ আলী, হযরত মাওঃ হাফেজ এখলাছুর রহমান খান, হযরত মাওঃ ক্বারী আব্দুন নুর, হযরত মাওলানা ক্বারী মজিবুর রহমান তাউস প্রমূখ।
বৃহস্পতিবার ওরসের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে পবিত্র কোরআন খতম, বাদ জোহর মাজার জিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষে তবারক বিতরন করা হয়। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত মোতাওয়াল্লী মন্জিলে জিগির ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। ওয়াজ ও ওরসে হাজার হাজার ভক্ত গনের সমাগম হয়। ইহকাল ও পরকালের জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ওয়াজ ও ওরন সুষ্টভাবে শেষ হওয়ায় মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com