শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে যানজট নিরসনে সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে শহরে যানজট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পৌরসভার হলরুমে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, হিরা মিয়া গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামান, জেকে মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, মিনিবাস মালিক সমিতির সেক্রেটারী মাহবুবুল আলম সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস ছালাম, কবির মিয়া, প্রাণেশ চন্দ্র দেব, জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রুকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, শেখ শাহানুর আলম ছানু, আহমদ ঠাকুর রানা, জিয়াউল ইসলাম প্রমূখ। সভায় চলতি সপ্তাহে শহরের যানজট নিরসনে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাট দখল মুক্ত করাসহ শহরের বাহিরে সিএনজি, টমটম ও বাস থাকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে মাইকিং করে আগামী ২/৩ দিনের মধ্যে স্বউদ্যোগে অবৈধ ফুপাটের দোকান ও সিএনজি, টমটম গাড়ী সরানোর অনুরুধ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে অভিযানে নামবে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ ব্যাপারে কোন সুপারিশ আমলে নেয়া হবে না। শহরকে যানজট মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com