মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

হবিগঞ্জে প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট কমিটির আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান হিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপন অরুনাংশু কুমার দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক টিএম সেলিম সিদ্দিকী, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী সাহেদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ুন খান, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকটে বিভুৎসু চক্রবর্তী, এনএম ফজলে রাব্বী রাসেল, মোঃ আসাদুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক (অপারেশন) তনয় কান্তি রায়, মধুসূধরন দাশ, কাজী ফরহাদ আহমেদ অপু, বীর মুক্তিযোদ্ধ মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল মিয়া, বিশিষ্ট ক্রীড়াবীদ ফয়সল আহমেদ, দেলোয়ার জাহান জন্টু প্রমুখ।
উদ্বোধনী খেলায় জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজ ৬ রানে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অল রাউন্ড নৈপুন্যের জন্য বিজয়ী জে কে এন্ড এইচ কে হাইস্কুল এর সৌরভ রহমান হয় ম্যান অব দ্যা ম্যাচ।
টুর্ণামেন্টে হবিগঞ্জ জেলার ৮টি স্কুল নিয়ে দুই গ্রুপে লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। দু’গ্রুপের শীর্ষ দু’টি দল চ্যাম্পিয়নশীপের জন্য ফাইনালে মোকাবেলা করবে। দলগুলো হলো হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, অ্যাডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়, রিচি উচ্চ বিদ্যালয়, আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com