শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

মাধবপুর ও চুনারুঘাট সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় পণ্য ॥ সক্রিয় নারী পুরুষের বিশাল সিন্ডিকেট ॥ লোকসানে বাজার হারাচ্ছে দেশীয় পণ্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬২৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ মাধবপুর ও চুনারুঘাট সীমান্ত দিয়ে অবাধে আসছে নিম্নমানের চা-পাতাসহ বিভিন্ন ভারতীয় পণ্য। আর অবৈধ পথে ভারতীয় পণ্য দেশে আসায় লোকসান দিয়ে বাজার হারাচ্ছে দেশিয় পণ্যগুলো। দ্রুত এসব বন্ধ করতে না পারলে লোকশান দিয়ে পথে বসতে হবে দেশীয় উদ্যোক্তাদের। এসব অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছ কতিপয় রাজনৈতীক নেতা, বিভিন্ন বাগানের গুটিকয়েক কর্মকর্তা, কতিপয় সাংবাদিক, আইনশৃংখলা বাহিনীর অসাধু সদস্যসহ নারী পুরুষের বিশাল সিন্ডেকেট। অভিযোগ রয়েছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা ক্ষুদ বিজিবি’র অসাধু কর্মকর্তাসহ তাদের কিছু সংখ্যাক সদস্যের বিরুদ্ধেও। আর এসব বন্ধে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েও কিছুতেই যেন থামছে না অবৈধ পথে ভারতীয় পণ্যের আমদানী। জেলার সীমান্তÍবর্তী উপজেলা মাধবপুর ও চুনারুঘাটকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা। ওই ২টি উপজেলায় রয়েছে বিশাল আয়তনের সীমান্ত। সেই সাথে দুই উপজেলায় ছোট-বড় চোরাকারবারির সংখ্যাও নেহাতই কম নয়, প্রায় অর্ধশত তালিকাভূক্ত। আর চোরাকারবারিরা তাদের আমদানী কারক হিসেবে ব্যবহার করছে এক শ্রেণির উঠতি বয়সী মাদকাশক্ত যুবক, শিশু ও চা-শ্রমিকসহ বিপুল সংখ্যাক নারীকে। যার ফলে অধিকাংশ সময়ই আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সহজেই অবৈধ মালামাল নিয়ে প্রবেশ করছে বাংলাদেশে। শিশু ও নারী পাচারকারী হওয়ায় অনেক সময় আইনশৃংখলা বাহিনী তাদের তল্লাশী চালাতেও বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যের মধ্যৈ রয়েছে খুবই নিম্নমানের চা-পাতা, জ্বিরা, সানগ্লাস, নিম্নমানের ঔষধ, শাড়ী, থ্রী-পিছ, লেহেঙ্গা, সিএনজি গাড়ীর টায়ার-টিউব, বড় গাড়ীর টায়ার টিউব, ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ প্রায় ডজনখানেক পণ্য। আর চোরা কারবারিরা এসব পণ্য অবৈধ পথে আমদানীর পাশাপাশি বাংলাদেশ থেকে পাচার করছে মূল্যবান চামড়া, ইলিশ, শুটকিসহ কয়েক ধরণের দেশি পণ্য। তবে মাঝে মধ্যে বিজিবিসহ আইনশৃংখালা বাহিনী লোক দেখানো চা-পাতা বা টায়ার জব্দ করলেও কাউকেই আটক করতে সক্ষম হয় না। আর এতে করে আড়ালেই থেকে যাচ্ছে মুল চোরা কারবারিরা। ফলে একেক জন চোরা কারবারি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে। এক সময় যারা অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী বা দিন মুজুরের কাজ করতো তারা অনেকেই বনে যাচ্ছেন গাড়ী-বাড়ির মালিক। আর এসব অপরাধের পেছনে সক্রীয় সহযোগীতার অভিযোগ রয়েছে রাজনৈতীক দলের গুটি কয়েক নেতার নাম, কয়েকটি সরকারি ও মালিকানা চা-বাগানের অসাধু ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, কতিপয় সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। ওই সকল ব্যক্তিদের ম্যানেজ করেই এসব মালামাল আমদানী ও পাচার করা হচ্ছে বলে দাবী সাধারণ মানুষের। আর এর বিনিময়ে তারাও পাচ্ছেন মোটা অঙ্কের টাকার ভাগ। বিশেষ করে ভারত থেকে আসা নিম্নমানের চোরাই চা-পাতা, টায়ার ও ঔষধে সয়লাব হয়ে গেছে জেলার অধিকাংশ হাঠ-বাজার। কঠোর পদক্ষেপ গ্রহণ করেও চোরা কারবারিদের নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। ফলে দিনদিন দেশীয় পণ্যের বাজারে ধ্বস নেমে এসেছে। এতে লোকসানের মুখে পড়েছেন চা বাগান ও টায়ার উৎপাদনকারী প্রতিষ্টানের মালিকরা। তবে চোরাচালন রোধে প্রতি রাতেই কঠোর নজরধারী রেখে টহল দিচ্ছেন আইনশৃংখলাবাহিনীর সদস্যরা। র‌্যাব, পুলিশ, বিজিবি, ডিবি এমনকি সিআইডিও এখন চোরা কারবারিদের ধরতে রাতে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে মাঝেমধ্যে চোরাই পণ্য জব্দও করা হচ্ছে কয়েকদিন পরপরই। এরপরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না চোরা কারবারিদের। শুধু অবৈধ মালামাল জব্দ করেই স্তব্ধ হয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না মুল চোরা কারবারিদের। গত শুক্রবার রাতেও চুনারুঘাট থেকে ৩ হাজার ৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চা-পাতা জব্দ করে সিআইডি। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ দুই চালককে আটক করা হয়। কিš’ এর আমদানীকারীকে আটক করতে পারে নি সিআইডি। তারা পুলিশের উপ¯ি’তি আঁচ করতে পেরেই পালিয়ে যায়।
সিআইডির পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক জানান, সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে দুটি পিকআপ চাঁনপুর বাগান দিয়ে যাচ্ছিল। এ সময় সিআইডি পুলিশ পিকআপ দুটি আটক করে তল্লাশি করলে বস্তা ভর্তি ৩ হাজার ৯১৩ কেজি চোরাই চা পাতা পায়। এ সময় পিকআপের দুই চালককে আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ওই চা পাতার বাজার মূল্য ১১ লাখ ৭৩ হাজার ৯শ’ টাকা বলে জানায় সিআইডি।
এ ব্যাপারে সিআইডি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটককৃতদের থানায় হস্তান্তর করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘আমরা সব সময় কঠোর নজরধারী রাখছি। বিশেষ করে বিভিন্ন চা বাগান দিয়েই এসব দেশে প্রবেশ করছে। প্রতি রাতেই আমাদের টহল দল বিভিন্ন চা বাগানসহ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে। পাশাপাশি আটকও করা হচ্ছে চোরাকারবারিদের।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা সব সময় সতর্ক আছি। প্রতিরাতেই আমাদের অভিযান চলছে। ইতিমধ্যে বেশ কিছু মালামাল জব্দ ও কয়েক জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-পিপিএম), আমরা ইতিমধ্যে বিজিবি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি ও বাগানের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। ইউএনও এবং ওসিদের সমন্বয়ে টাস্কফোর্সও গঠন করা হয়েছে। যে কোন মূল্যে চোরাই পথে সকল প্রকার মালামাল আমদানী-রপ্তানি বন্ধ করা হবে। তবে সীমান্ত আমাদের দায়িত্ব নয়। এটা বিজিবি দেখে। সীমান্তে এগুলো বন্ধ করা গেলে সহজেই এসব নিয়ন্ত্রণে চলে আসবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, র‌্যাব, পুলিশ, বিজিবি’র পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসনও গোপনে অভিযান পরিচালনা করছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এসব বন্ধ করে হবিগঞ্জকে একটি চোরাচালানমুক্ত জেলায় রূপান্তির করতে। তবে এতে তথ্য দিয়ে সকলকে সহযোগীতা করতে হবে। আইনশৃংখালা বাহিনী ও প্রশাসনের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোন কাজ করা যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫-বিজিবি কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুর রশিদ পিএসসি বলেন, আমাদের একাধিক টিম প্রতিদিন সীমান্তের বিভিন্ন স্থানে নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি সকল প্রকার অবৈধ মালামাল আমদানী-রপ্তানি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এছাড়া আমাদের কোন সদস্য যদি এ রকম কোন কাজের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। চোরাচালান বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com