বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

নবীগঞ্জে প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৩৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত মুজিববর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাশ প্রমুখ।
উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, মোঃ লুৎফুর রহমান, মোঃ বদরুল আলম, আঃ সালাম, রাহেলা খানম, এম আলীবর্দী খান সুজন, মোঃ হারুন মিয়া, প্রদীপ রঞ্জন দাশ, মোঃ সোলাইমান খান, মোঃ শাহাদাত হোসেন, জাকারিয়া হোসেন, আব্দুস সালাম, তোফাজ্জল হোসেন, মুহিবুর রহমান, আলী আমজদ মিলন, কাঞ্চন বনিক, হরিপদ দাশ, মোঃ রুবেল মিয়া, আব্দুল মজিদ, শামীম আহমেদ, দিলারা বেগম, ছইফা রহমান কাকুলী, বিন্দু সূত্রধর, মাজহারুল ইসলাম অপু, জীবেশ গোপ প্রমুখ। সভায় জানানো হয় আগামী ১০ জানুয়ারী সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য ও মুজিববর্ষের ক্ষণগনার শুভ উদ্বোধন করবেন এর পর নবীগঞ্জ উপজেলায় সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে একযোগে নবীগঞ্জ নতুন বাজার মোড় থেকে আনন্দ শোভাযাত্রা সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। ওই দিন উপজেলার সকল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক, নবীগঞ্জ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় ও হিরা মিয়া গালস উচ্চ বিদ্যালয়সহ পৌর এলাকার আশে পাশ এলাকার স্কুল এবং মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী উপস্থিত থাকার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। ১১ জানুয়ারী বিকাল ৩থেকে ৫টা পর্যন্ত উপজেলা মিলনায়তনে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শক” শীর্ষক আলোচনাসভা ও শিশু কিশোরদের অংশগ্রহনে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শক” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com