মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

রাজিউড়ায় চাঞ্চল্যকর আকলিমা হত্যার ৫ দিনপর রহস্য উন্মোচন মূলহোতা আনোয়ার আটক ॥ এনা বাসের টিকিট ও কল লিষ্টের সুত্র ধরে খুনিকে সনাক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য ৫ দিন পর উন্মোচন করেছে সদর থানা পুলিশ। এদিকে আটককৃত ঘাতক আনোয়ার হোসেন ওরফে সোবান মিয়া (২৮) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দিয়েছে। গত মঙ্গল বার গভীর রাতে হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের তত্ত্বাবধায়নে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি অপারেশন দৌস মোহাম্মদ ও এসআই সাহিদ, এএসআই জালাল আহমদসহ একদল পুলিশ উচাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উচাইল গ্রামের আব্দুল আহাদের পুত্র। গতকাল বুধবার দুুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে প্রেরন করলে দীর্ঘ ৩ ঘন্টা স্বীকারোক্তি মুলক জবানবন্ধীতে হত্যাকন্ডের লোমহর্ষক বর্ণনা দেয় ঘাতক আনোয়ার। স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি মাসুক আলী জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরা চড়া গ্রামের হেলাল মিয়ার কন্যা স্বামী পরিত্যাক্তা আকলিমা আক্তার (২৫) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় কাঠমিস্ত্রি আনোয়ার হোসেনের। আকলিমা গাজীপুরে একটি গামেন্টের্সে কাজ করে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উভয়ই বিবাহিত এবং সন্তান রয়েছে। এসব গোপন রেখে গত ৪ মাস ধরে তাদের প্রেম ও শারিরিক সম্পর্ক চালিয়ে যায়। গত ২২ ডিসেম্বর তাদের গোপন তথ্য ফাঁস হয়ে যায়। দেখা দেয় কলহের। আকলিমা আনোয়ারকে হুমকি দেয় তাকে বিয়ে না করলে গ্রামে এসে প্রেমের সম্পর্ক ফাঁস করে দিবে। এই কারনে আনোয়ার তাকে হত্যার পরিকল্পনা করে। বিয়ের আশ^াস দিয়ে কৌশলে আকলিমাকে তার বাড়িতে আসতে বলে। ২৩ ডিসেম্বর রাত ৮টায় টঙ্গি থেকে এনা বাসে করে আকলিমা রাত ১২টায় অলিপুর এসে নেমে আনোয়ারের সাথে তার বাড়িতে যায়। পরিবারের অগোচরে আনোয়ারের বাংলা ঘরে আকলিমাকে নিয়ে ১ রাত ১ দিন বসবাস করে। এমনকি তাদের মধ্যে শারিরিক সম্পর্কও হয়। বিষয়টি জানা-জানি হয়ে যাবে ভয়ে ২৪ ডিসেম্বর গভীর রাতে আনোয়ার আকলিমাকে কৌশলে বাহিরে নিয়ে ঝোপের ভিতর গলায় ওড়না পেছিয়ে হত্যা করে। লাশ রেখে বাড়িতে চলে আসে। এবং স্বাভাবিক ভাবে চলা-ফেরা শুরু করে। গত ২৫ ডিসেম্বর রাতে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের জিন্মায় হস্তান্তর করে। লাশ উদ্ধার হওয়ার পরই সন্দেহ হয় এটি একটি হত্যাকান্ড। এনা বাসের টিকিট ও কল লিস্টের সুত্র ধরে ঘাতক আনোয়ার হোসেনকে সনাক্ত করা হয়। এ ঘটনায় আকলিমার বড় ভাই আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার ওসি আরও জানান, হত্যা মামলার মূল রহস্য উন্মোচন হয়েছে এবং ঘাতক নিজেই তার দোষ স্বীকার করেছে। অচিরেই তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হবে। গতকাল বিকেলে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com