বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বন্যপ্রাণী বাঁচলে আমরাও বাঁচবো-সাবের হোসেন এমপি

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, ‘বন্যপ্রাণী বাঁচলে আমরাও বাঁচবো। তাই শুধু বন্যপ্রাণীর জন্য নয়, আমাদের জন্যই বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের লাউয়াছড়া বনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্তকালে তিনি এ কথা বলেন। এ সময় বন্যপ্রাণী অবমুক্ত করতে পেরে আনন্দ প্রকাশ করে সাবের হোসেন চৌধুরী বলেন, বনই তাদের থাকার জায়গা। এখানেই তাদের থাকা উচিৎ। আর এদের এখানে অবমুক্ত করতে পেরে তৃপ্তি পাচ্ছি।
তিনি আরও বলেন, আজকে আমারা যা কিছু করি তা ভবিষ্যতের কথা চিন্তা করেই করি। অর্থাৎ আমাদের আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের আশায় প্রাণীকূল ও জীব বৈচিত্রকে রক্ষা করতে হবে। বন্য প্রাণী অবমুক্তের সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় বন সংরক্ষক আ ন ম আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক মো. আবু বক্কর, রেঞ্জ কর্মকর্তা মোনায়েম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
এ সময় বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একটি অজগর সাপ, একটি লজ্জাবতি বানর, দুটি বন বিড়াল, একটি সোনালী বিড়াল, ৬টি বিভিন্ন প্রজাতির পাখি ও বন বিভাগ কর্তৃক উদ্বারকৃত দুটি মেছো বাঘ অবমুক্ত করা হয়। পরে তিনি লাউয়াছড়া বনে একটি শতবর্ষী বটবৃক্ষের চারা রোপন করেন।
এ সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, বৃহস্পতিবার অবমুক্ত করা বেশ কিছু প্রাণী লোকজনের কাছে ধরা পড়লে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করা হয়।
তিনি বলেন, বিভিন্ন সময় লোকালয়ে বন্যপ্রাণী মানুষের হাতে ধরা পড়লে এভাবে লোকজনের কাছ থেকে সেগুলো উদ্ধার করে যেগুলো আহত এবং বাচ্চা সেগুলোকে পরিচর্যা করে পরে বনে অবমুক্ত করা উচিত।
পরে এমপি সাবের হোসেন চৌধুরী সিতেশ রঞ্জ দেব-এর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ঘুরে দেখেন। এ সময় তিনি সেবা ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, বাংলাদেশে এটি একটি বিরল প্রতিষ্ঠান। যারা আহত বন্যপ্রাণীকে উদ্ধার করে সেবা-যত্ন শেষে আবার বনে অবমুক্ত করেন। তিনি বন্যপ্রাণী রক্ষার জন্য এ অঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় না কাটার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com