শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারী আদালতের বারান্দায় ২ ঘন্টা ধরে একটি মায়াবারী পালিত ঘোড়ায় যন্ত্রনায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। শত শত উৎকোচ জনতা ঘোড়াটির এ অবস্থা দেখলেও কেউ ঘোড়াটিকে বাঁচাতে এগিয়ে আসেনি। গতকাল রবিবার সকাল ১০ টায় প্রকাশ্য আদালতে বারান্দায় এ ঘটনাটি ঘটে। ঘোড়াটির নাম ছিল ‘মোকাম বাড়ির দুলদুল’। এ ব্যাপারে আইনজীবি মোঃ আঙ্গুর আলী ও আইনজীবি সহকারী সিটন চৌধুরী জানান, ঘোড়াটি দীর্ঘদিন ধরে ঘুরা-ফেরা করছিল। গতকাল ওই সময়ে সে পেটের ব্যাথায় আক্রান্ত হয়ে ছটফট করে চিৎকার শুরু করলে বিচার প্রার্থীরা ও আইনজীবি ও তাদের সহকারীরা সেখানে জড়ো হয়। কিন্তু ভয়ে কেউ ঘোড়াটিকে হাসপাতালে নিয়ে যায়নি। এমনকি পশু হাসপাতালে যোগাযোগ করলে টনক নড়েনি তাদের। পরে নিজ খরচে আমরা ঘোড়াটিকে সদর হাসপাতালে পাঠাই। সেখান থেকে ঘোড়াটিকে পশু হাসপাতালে রেফার্ড করা হয়।