শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারীভাবে সরবরাহকৃত খাবার নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরেই নিন্ম মানের খাবার সরবরাহ করছে জনৈক ঠিকাদার। উক্ত খাবার রোগীদের কাছে পৌছে দিচ্ছেন ওই হাসপাতালের ঝাড়ুদার পদে কর্মরত রুনা বেগম। গত মঙ্গলবার রাতে হাসপাতালে গিয়ে দেখা যায় ওই দিনের রাতের সরবরাহকৃত খাবার রোগীরা না খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। জানতে চাইলে ভর্তিকৃত রোগী তালেব আলী জানান, যে ভাত দেয়া হয়েছে তা পচা-বাসী, যা মুখে দেয়ার উপযোগী নয়। বাধ্য হয়ে ডাস্টবিনে ফেলতে হয়েছে। এমন অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। সরকারের নিয়মনীতির তোয়াক্ষা না করে হাসপাতালের খাবার সরবরাহের জন্য জনৈক ঠিকাদার তার মনগড়া মতো খাবার সরবরাহ করে আসছেন। এনিয়ে ক্ষুব্ধ ভর্তিকৃত রোগীরা। তারা তাদের বাড়ি, আত্মীয় স্বজন এবং হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে নজরদারী রাখছেন না বলেও অভিযোগ রয়েছে। চরম অনিয়ম, অব্যবস্থাপনা ও নিন্মমানের খাবার সরবরাহের ঘটনায় ভর্তিকৃত রোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।