বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ॥ ঘুষ ও দূনীতির উর্ধ্বে থেকে জনগণের সেবা করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঘুষ ও দূনীতির উর্ধ্বে থেকে জনগণের সেবা করতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলে চলবে না। স্বাধীনতাকে হৃদয়ে ধারন করতে হবে। যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তারা কিছু পাওয়ার আশায় যুদ্ধ করেননি। তারা দেশের স্বার্থে মুক্তিযুদ্ধ করার কারনেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি তাই আমাদের দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের প্রতি গভীর ভাবে চিন্তা করতে হবে। স্কুলগুলিতে ঠিকমত জাতীয় পতাকা টাঙানো হয় কিনা বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রত্যেক পরিবারের ছেলে মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মতবিনিময় সভা করেছেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এসব কথা বলেন। এছাড়াও তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন- বাংলাদেশ কৃষি বান্ধব দেশ তাই কৃষিতে উন্নয়ত করতে শাক সবজি ফলনে অনাবাদি জমিগুলোকে চাষ করার মতো পরিবেশ তৈরি করে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ওসি তদন্ত উত্তম কুমার দাশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম সাজু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশ ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর নুর, পল্লী বিদ্যুতের এজি.এম মোঃ সোহেল ফারভেজ, হিরা মিয়া গালস্ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাঃ নাজমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গৌরপদ রায়, মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, প্রজিপ কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, নবীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার মোঃ ফজল মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দাল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, সহকারী আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল আওয়াল, তথ্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, উপজেলা ইসলামিক ফাউন্ডশনের সুপারভাইজার সোলাইমান খান, প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া, প্যানেল চেয়ারম্যান-১ সাইদুর রহমান, ইউপি সদস্য বদরুল আলম, কালন দাশ, আল-আমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com