বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে প্রণব-মাহাথির

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৫০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের ১৬তম জেলা সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়েছে। গত সোমবার হবিগঞ্জ টাউন হলে ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রতিনিধি এবং পর্যবেক্ষকদের অংশ গ্রহনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রণব কুমার দেবকে সভাপতি, মাহাথির মোহাম্মদকে সাধারণ সম্পাদক এবং অংকনরায়কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যা সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ ফুয়াদ হাসান, হাবিব মিয়া, সহকারী সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার মিলি, জিরফান চৌধুরী রাফি, কোষাধ্যক্ষ নিপু ভৌমিক, দপ্তর সম্পাদক, ইমদাদ মোহাম্মদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বর্ণা রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদ আহমেদ, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অনুজ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ঝলক গোপপুলক, সদস্য সামরিনা নওশিন দিনা, জিতেন ভৌমিক, সৈয়দ মেহেদি হাসান। নবনির্বাচিত কমিটিকেশ পথবাক্য পাঠকরান কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। এর পূর্বে সকাল ১১.৩০টায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড. মুরুলিধর দাস। উদ্বোধন শেষে ছাত্র ইউনিয়ের একটি সুসজ্জিত র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী সমাবেশে জেলা সংসদের আহ্বায়ক সামরিনা নওশীন দীনার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মামুনুল হক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম। সমাবেশে মানবেন্দ্র দেব বলেন,“রাষ্ট্রীয় দু:শাসনে বাংলাদেশের জনগণের পিঠ যখনই দেয়ালেগিয়ে ঠেকেছে তখনই তারা প্রতিরোধ আন্দোলনে সামিল হয়েছে এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র ইউনিয়ন। আগামীতেও ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ব পালনে পিছ পাহবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com