বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ’র আহ্বানে স্বেচ্ছায় অস্ত্র জমা দিলেন সাঙ্গর গ্রামবাসী

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৮৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দেশীয় অস্ত্র জমা দিয়েছেন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামবাসী। গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন। এ সময় তারা আর দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন। পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই প্রায় ৩ শহস্ত্রাধিক দেশীয় সুচালো ও ধারালো অস্ত্র জমা দেন। উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, জেলা ছাত্রলীগে৯র সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিছ মিয়া, সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির, এলাকার বিশিষ্ট মুরুব্বী এমএ রব, নূরুল হুদা, আব্দুল হেকিম ফুল মিয়া, ফারুক হোসাইন বেলু, আব্দুল আউয়াল মেম্বার, জাহাঙ্গীর আলম আনছারী, আলাউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা এমজি কাদিরসহ এলাকার মুরুব্বীয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই ধ্রুবেশ চক্রবর্তী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম বলেন, হবিগঞ্জ এখন আর আগের মত জেলা নয়, হবিগঞ্জ জেলা এখন একটি শিল্পোন্নত জেলা, এখানে গর্ব করার মতো অনেক কিছু আছে, যা অন্য জেলায় নেই, এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ হবিগঞ্জ জেলা দেখার জন্য ছুটে আসেন, যা আপনাদের গর্ব করার মত। তবে এত সব গর্বের মধ্যে একটি দুঃখ আছে, তা হচ্ছে দাঙ্গা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, হানাহানি করে খুন খারাপীর মত ঘটনা ঘটে, যা সত্যিই পীড়া দায়ক। এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, মনে রাখতে হবে যাকে আঘাত করছি সে আমাদের স্বজন, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন হানাহানি না ঘটে সে ব্যাপারে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে গ্রামের শতাধিক মানুষ নিজ উদ্যোগে গ্রাম্য দাঙ্গায় ব্যবহৃত টেটা, ফিকলসহ ৩ সহ¯্রাধিক দেশীয় অস্ত্র পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম কাছে জমা দেন। যারা অনুষ্ঠানস্থলে দেশীয় অস্ত্র জমা দেয়নি, তাদেরকে আগামী ১ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট থানায় দেশীয় অস্ত্র জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এর পরে কারো বাড়ীতে দেশীয় অস্ত্র পাওয়া গেল সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার হুশিয়ারী প্রদান করা হয়। এর পূর্বে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ১টি কলেজ ও মাদ্রাসার ছাত্রদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সালিশে রায়ে নির্ধারিত জরিমানার টাকা না দেয়ায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এ সংঘর্ষের পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ সেলিম ও বানিয়াচং থানার ওসি রঞ্জন সামান্ত উত্তর সাঙ্গর এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে আলোচনা করেন। এ প্রেক্ষিতে গতকাল শনিবার বিকেলে উত্তর সাঙ্গর গ্রামে জেলা পুলিশ প্রশাসন ‘দাঙ্গা, মাদক, জঙ্গী সন্ত্রাস রোধকল্পে দেশীয় অস্ত্র জমাদান ও আলোচনা সভার’ আয়োজন করে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্যা দেশীয় অস্ত্র জমাদানের আহবান জানালে গ্রামের সকল গোষ্ঠীর লোকজন দল বেধে ফিকল, টেটা ও বল্লমসহ অন্যান্য দেশীয় অস্ত্রগুলো জমা দেন।
উত্তর সাঙ্গর গ্রামের যুবক আব্দুর রহমান বলেন, আমরা সকলে মিলে অস্ত্র জমা দিয়েছি। আর কোনদিন আমরা কোন ধরনের সংঘর্ষে জড়াব না। এর আগে যে সংঘর্ষ হয় তাতে এলাকার বহুলোক পঙ্গু হয়েছে। মামলার কারনে অনেকেই সর্বশান্ত হয়েছেন। নিজেরা নিজেরা ঝগড়া না করলে আজ এই পরিণতি হত না। তিনি পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com