বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় টেকীর বাজারে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ আব্দুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শিহাব আহমেদ চৌধুরী ও আব্দুল বারিক রনি। উক্ত কাউন্সিলে সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় কাউসার আহমেদ সিনিয়র সহ-সভাপতি ও আবুল খায়ের কায়েদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে মোঃ শফিউল আলম, যুগ্ম সম্পাদক পদে মোঃ তফাজ্জল হক বকুল ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাহেদ নির্বাচিত হন।
কাউন্সিল শেষে উক্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মকছুদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আবুল খায়ের কায়েদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, তোফাজ্জল হোসেন, মোঃ মজিদুল করিম মজিদ, উপজেলা বিএনপির সদস্য আমির হুসেন, পানিউমদা ইউনিয়ন বিএপির সভাপতি মোঃ গোলাম নবী, আউশকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী মোঃ আব্দুর রব ও যুগ্ম আহ্বায়ক মুরশেদ আহমেদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল গনি চৌধুরী সোহেল, শ্রমিকদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, বিএনপি নেতা এস.এম সেলিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, পানিউমদা ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিতু মিয়া সেন্টু, মোঃ জামাল মিয়া। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ মোস্তাকিম আলী, মোঃ মুজিবুর রহমান চৌধুরী, মোঃ রমজান আলী, আব্দুস ছালাম, মোঃ আব্দুল আলী, মোঃ তারা মিয়া, মোঃ ময়না মিয়া, আমিনুল ইসলাম এলাইছ, মোঃ মাসুক মিয়া, ডা. ছানু মিয়া, ডা. জুনেদ মিয়া, ছাদিকুল ইসলাম, মোঃ জিতু মিয়া চৌধুরী, জালাল মিয়া, ক্বারী রওশন আলী, এখলাছ মিয়া, রুকু মিয়া, জাহির আলী, ফারুক মিয়া, জয়নাল মিয়া, পৌরষ মিয়া, জামাল উদ্দিন প্রমূখ। এ সময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথাযতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com