বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে নেতৃত্বের সুযোগ করে দিয়েছেন

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে নারীরা আজ প্রাধান্য পাচ্ছে। দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখছে নারী সমাজ। নারীদের এই নেতৃত্বের সুযোগ করে দিয়েছেন আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যখন মাসের পর মাস জেলে থাকতেন তখন দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ’৭৫ সনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দলকে সুসংগঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমরা সমুদ্র এবং মহাকাশ জয় করেছি তারই মাধ্যমে।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় এবং দলীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, আলেয়া পারভিন রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এসকে আনার কলি পুতুল, আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, ত্রাণ বিষয়ক সম্পাদক হোসনে আরা রানী, সমবায় বিষয়ক সম্পাদক দিলারা মোস্তফা প্রমুখ। এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ এবং প্রতিটি উপজেলার সভাপতি বক্তৃতা করেন।
পরে বিকেলে কাউন্সিল অনুষ্ঠানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জমিলা খাতুন সভাপতি, ইসমত আরা জলি, নুসরাত মাহমুদ চৌধুরী, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী ও তাহেরা চৌধুরী সহ সভাপতি, মিসেস আলেয়া জাহির সাধারণ সম্পাদক, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, মুসলিমা খানম শারমিন, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা ও জাহেনারা আক্তার বিউটিকে যুগ্ম সাধারণ সম্পাদক, রওশনারা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রীনা, সালেহা বেগম চৌধুরী, রীনা রহমান ও অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সীকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এদিকে সম্মেলন অনুষ্ঠানকে ঘিরে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে নারী নেত্রীরা সকাল থেকেই জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে জড়ে হতে থাকেন। দুই সহশ্রাধিক নারীদের অংশগ্রহণে দুপুরে শুরু হয় সম্মেলন। ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় পুরো শহর। হবিগঞ্জের নারীদের সাংগঠনিক উৎসাহ-উদ্দীপনায় মুগ্ধ হয়ে তাদের প্রসংশা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com