মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

খেলাধূলাই পারে তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ধুমপায়ী শুধু নিজেই নয়, একজনের ধুমপানের কারণে ক্ষতিগ্রস্থ হন তার আশপাশের মানুষও। ধূমপান ও মাদক সেবন তরুণদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দেশের চলমান অগ্রগতি অব্যাহত রাখতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশে খেলাধূলার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ নেয়। গতকাল ফাইনালে মুখোমুখি হয় তেঘরিয়া ও নিজামপুর ইউনিয়ন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিজামপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেঘরিয়া ইউনিয়ন দল। খেলা শেষে এমপি আবু জাহির এর হাত থেকে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনু মিয়াসহ খেলোয়াররা চ্যাম্পিয়ন ট্রফি এবং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজসহ খেলোয়াড়েরা রানার্সআপ ট্রফি গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com