শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নতুন বাংলা গড়তে জাপার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-শংকর পাল

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম (চল্লিশা) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল সিন্নি বিতরণ করা হয়। গতকাল বেলা ২টার শহরের শংকর সিটির রমা কনভেশন সেন্টারে আলোচন আলোসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ সদর উপজেলা জাপার সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জেলা জাপার নেতা তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, কেন্দ্রীয় যুবসংহতির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের, জেলা জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি প্রভাষক লুৎফুর রহমান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ময়না, হবিগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা সৈনিক পার্টির সভাপতি তালেব আলী, জেলা ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিল্পব চন্দ্র দেব, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান খান, জেলা জাতীয় যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগ, জাপা নেতা হাজী লুৎফুর রহমান নানু, আব্দুল কাইয়ূম জলি, সেলিম আহমেদ, জেলা জাতীয় মহিলা পাটির সাধারণ সম্পাদক রতনা বেগম, জাপা নেতা হাজী ফরিদ উদ্দিন, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুল হান্নান, আনু মিয়া, আব্দুস সালাম, আব্দুল মতিন মুন্না, আব্দুল হাই, নুরুল হক, দিলীপ বর্মন, রইচ আলী, জুয়েল আহমেদ জীবন, আব্দুল আউয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন-পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতা থাকাকালে সারা দেশের ন্যায় হবিগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। তাই প্রতিটি নির্বাচনেই হবিগঞ্জের মানুষ পল্লীবন্ধুকে মূল্যায়ন করছেন। পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবারে ছুটি ঘোষণা করেছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা পানি ও বিদ্যুৎ বিল মহকুফ করেছিলেন।
তিনি শুধু ইসলাম ধর্মই নয়, অন্যান্য ধর্মের কল্যাণেও কাজ করেছেন। হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্ম দিনে ছুটি ঘোষণা, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। গৃচ্ছ গ্রাম, দরিদ্র অসহায় শিশুদের জন্য পথকলি ট্রাস্ট গঠন করেছিলেন। উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলে উন্নয়ন করেছিলেন। পল্লীবন্ধু রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে এ দেশের মানুষ সুখে শান্তিতে ছিলেন। তাই তিনি তার কর্মের মধ্যে আজীবন এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।
আলোচন সভায় জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল বলেন-পল্লীবন্ধু এরশাদ দেশ ও মানুষের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। সেই কাজগুলোকে এদেশের এখন স্মরণ করছেন। তিনি বলেন-পল্লীবন্ধু আরো অনেক স্বপ্নই পূরণ করতে পারেননি। আমরা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করছি। আমরা তার স্বপ্ন বাস্তবে পরিণত ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।
পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলা গড়তে হলে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অসীম জনপ্রিয়তা নিয়েই হুসেইন মুহম্মদ এরশাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন। পল্লীবন্ধু এরশাদের মৃত্যুর পর প্রমানিত হয় যে, এরশাদ কতটা জনপ্রিয় ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা বেলাল আহমেদ। শেষে সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com