শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

জেলা ছাত্রলীগের শোকসভায় এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে ছাত্রলীগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বাঁশের লাঠি হাতে নিয়ে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে ছাত্রলীগ। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা হতে পারে না। বর্তমানে দেশের অগ্রগতির সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, ১৫ আগস্ট পুরো বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এতদিন ধরে এই শোকের দিনে খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালন করেছে। অথচ এবার তারা নিজেরাই প্রমাণ করেছে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নয়। জাতিকে স্বাক্ষী রেখে প্রশ্ন করতে চাই এতদিন বিএনপি’র নেতাকর্মীরা কেন এতদিন ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সাথে জড়িত জিয়াউর রহমান। আর খালেদা জিয়া ও তার সন্তান তারেক রহমান বঙ্গবন্ধুর খুনীদেরকে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে আইভি রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য কলঙ্কের মাস। এই মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ভয়-ভীতির সৃষ্টি হয়। একাত্তরের পরাজিত শক্তিরা আবারো হত্যাকান্ডের সৃষ্টি করে কি না। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। এখন আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হারাতে চাই না। সকল নেতাকর্মীর চোখ-কান খোলা রাখতে হবে। ছাত্রলীগকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। এটাই হবে শোক দিবসের আলোচনা সভার অঙ্গীকার।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল, সাবেক উপ প্রচার সম্পাদক মহিবুর রহমান পিপলু, সাবেক সম্পাদক জুবায়ের আহমেদ, কাউছার আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু মোঃ ফয়সল, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেতুসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামানায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com