বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি দিলশাদ মিয়া, সম্পাদক রোমান আহমেদ

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো বিশৃংখলার ঘটনা সংগঠিত হয়নি। নির্বাচনকে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন ছিল। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৫৮জন। এ নির্বাচনে সভাপতি পদে দিলশাদ মিয়া (চেয়ার) প্রতীকে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ইউপি সদস্য খালেদ আহমদ জজ(আনারস) প্রতীকে ১২২ ভোট, কাজল মিয়া (ছাতা) প্রতীকে ১১ ভোট পান। সহ-সভাপতি পদে পাপ্পু মিয়া (দোয়াতকলম) প্রতীকে ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল ইসলাম মিন্টু (মাছ) প্রতীকে ১২ ভোট,লালিছ আহমেদ (চাকা) প্রতীকে ৮৯ ভোট পান। সাধারণ সম্পাদক রোমান আহমদ (মোরগ) প্রতীকে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঈদুল ইসলাম (ফুটবল) প্রতীকে ১১৭ ভোট, লিয়াকত খান (হরিণ) ৪১ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-জাহান মিয়া (হাতপাখা) প্রতীকে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ রাজু (প্রজাপ্রতি) প্রতীকে ১২৪ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে জুবেল মিয়া (কবুতর) প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন আহমদ তালুকদার (মোটর-সাইকেল) প্রতীকে ১৪২ ভোট, মশাহিদ মিয়া (হাঁস) প্রতীকে ৬৫ ভোট পান। কোষাধ্যক্ষ পদে আল-আমিন ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ মিয়া (মোমবাতি) প্রতীকে ১৫৩ ভোট পান। দপ্তর সম্পাদক পদে আব্দুল আলীম ও প্রচার সম্পাদক পদে রোমান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
সদস্য পদে-যথাক্রমে ফয়ছল মিয়া (১৫৮ভোট), ফখরুল ইসলাম (১৪৮ ভোট), নাসির উদ্দিন (১৪৯ভোট), সোহেল মিয়া (১২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মো. কনর মিয়া, নির্বাচন কমিশনার যথাক্রমে এম এ আহমদ আজাদ, আব্দুর রকিব, সিজিল মিয়া, ছালিক মিয়া, ফুল মিয়া, সুলতান আলী। উক্ত নির্বাচনে প্রধান প্রিজাইটিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান। নির্বাচন চলাকালীন সময়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট কাজল আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক গোল আহমেদ কাজল, দেবপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com