বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

প্রযুক্তির অপপ্রচার ও গুজব থেকে বেরিয়ে আসুন-পুলিশ সুপার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এর উদ্যোগে প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ দাখিল মাদ্রাসা, শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দরিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার সবাইকে দাঙ্গা, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার, অপপ্রচার, গুজব ও বাল্য বিবাহ থেকে দূরে সরে সুন্দর জীবন গঠনের পরামর্শ দেন। পুলিশ সুপার বলেন, একটি কুচক্রী মহল আইনশৃংখলার অবনতি করতে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কল্লা কাটার গুজব চালিয়ে নিরিহ মানুষের উপর আক্রমন করছে। তাদের প্রত্যেকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। তিনি সবাইকে গুজব থেকে দূরে থাকার অনুরোধ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি তদন্ত জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com