বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাহুবলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে
SONY DSC

প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বাহুবলের পশ্চিম রূপশংকর শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম জয়পুর হতে আমোদিনী ভিলা (স্বর্গীয় নিলকান্ত সাহার বাড়ী) এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শোভাযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দের ঢল নামে। শোভাযাত্রার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী শাহ নেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, চট্টগ্রামের সিতাকুন্ড সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী উমেশানন্দজী মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নীরু, জেলা তাঁতী লীগ সভাপতি আলহাজ¦ মুদ্দত আলী, আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত, পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক নিখিল সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নীরু। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি রনধীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অভিজিৎ ভট্টাচার্য্য। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শোভাযাত্রার উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী শাহ নেওয়াজ মিলাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস হলেও সকলেই তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে থাকেন। শেখ হাসিনা সরকারও এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ও আন্তরিক। তাই এ সরকারের আমলে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছেন। যা সাম্প্রদায়িকতার উজ্জল দৃষ্টান্ত। তিনি যে কোন ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। আজ সকাল ১১টায় স্বর্গীয় নিল কান্ত সাহার বাড়ী আমোদিনী ভিলায় প্রবচন পাঠ করবেন শ্রীমত স্বামী অধ্যক্ষ উমেশানন্দজী মহারাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com