শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে শিক্ষার্থীদের সরকারী মেধা বৃত্তির টাকা নিয়ে অভিনব কান্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৫৪২ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ২০১৭-১৯ এবং চলতি ২০১৯-২১ অর্থ বছরের মেধাবী শিশু শিক্ষার্থীদের সরকারী বরাদ্ধের প্রাথমিক ও ট্যালেন্টপুল বৃত্তির টাকা নিয়ে অভিনব কান্ড ঘটেছে। এনিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় স্কলারশীপ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলনের নিমিত্তে উপজেলা হিসাব রক্ষণ (একাউন্স) শাখায় সরকারী গেজেট সংযুক্ত করে শিক্ষার্থীদের তালিকা ও বিলকপি দাখিল করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরযুক্ত ফাইল উপস্থাপনের পর শেষ মুহুর্তে নাটকীয়তা দেখা দেয়। এনিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শিশু শিক্ষার্থীদের মেধা বৃত্তির টাকা প্রতি অর্থ বছরের জুন মাসে উপজেলা হিসাব রক্ষণ অফিসে দাখিল হয়। বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধানের অনুকুলে প্রাপ্ত টাকার চেগ প্রদান করেন হিসাব রক্ষণ কর্মকর্তা। প্রাথমিক সমাপনী ও এবতেদায়ি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সরকারী গেজেটের ভিত্তিতে প্রতি অর্থ বছরের জুন মাসে প্রাপ্য টাকার অনুকুলে চেগ প্রদান করে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে মাসিক ১৫০ টাকা, এককালীন ২’শ টাকা, ট্যালেন্টপুল প্রাপ্ত শিক্ষার্থীকে মাসিক ২’শ টাকা এবং এককালীন ২৫০ টাকা হারে ৬ মাসের টাকা একত্রে দেয়া হয়। ১২ মাসে এক বছর হলেও শিশু শিক্ষার্থীদের ৬ মাসকে এক বছর ধরে টাকা দেয়া হয়। সে মোতাবেক প্রাথমিক গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থী এককালীন খরচসহ ১ হাজার ৫০ টাকা এবং ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীকে ১ হাজার ২৫০ টাকা দেয়া হয়। জুন থেকে ডিসেম্বর মাসকে এক বছর ধরে ওই টাকার অনুকুলে চেগ প্রদান করেন উপজেলা হিসাব রক্ষণ (একাউন্স) কর্মকর্তা। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুকুলে ওই টাকার চেক ইস্যু হয়। জুনের মধ্যে বিল দাখিল করা না হলে মেধা বৃত্তির অনুকুলে প্রাপ্য টাকা আর দেয়া হয়না। এঘটনাকে আমলাতান্ত্রিক জটিলতা হিসেবে অভিহিত করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ওদিকে, চলতি অর্থ বছর এবং ২০১৭-১৯ অর্থ বছরে বৃত্তি প্রাপ্ত টাকা উত্তোলনের জন্য ১৫ জুন থেকে বিধি মোতাবেক গেজেট সংযুক্ত বিল ফাইল উপজেলা হিসাব শাখায় দাখিল হয়। বিলের চুড়ান্ত তালিকা প্রস্তুতির পূর্ব মুহুর্তে উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে জানানো হয় বৃত্তির টাকার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনুকুলে আবেদন করতে হবে। উপজেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরিত পত্রে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে বলা হয়, বৃত্তি, মেধা বৃত্তি বাবদ বরাদ্ধকৃত অর্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক সকল শিক্ষা বোর্ডকে প্রদান করা হবে। প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে উক্ত অর্থ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করবেন। এ প্রেক্ষিতে বৃত্তি, মেধা বৃত্তি বিল বিভাগ জেলা উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে দাখিল করার প্রয়োজন নেই। এনিয়ে শিক্ষক আফজল হোসেন বলেন, একজন শিক্ষার্থীকে এক হাজার ৫০ টাকার জন্য এখন সিলেট বোর্ডে কমপক্ষে তিনদিন যাতায়াত করতে হবে। অদ্ভুদ ওই চিঠি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মাদ্রসা শিক্ষক লোকমান খাঁন বলেন, স্কুল শিক্ষার্থীরা সিলেট বোর্ডে গেলেও ১ হাজার ৫০ টাকার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের একমাত্র শিক্ষা বোর্ড ঢাকায় যেতে হবে। সরকারের শিক্ষা বান্ধব নীতিকে প্রশ্নবিদ্ধ করার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত হয়েছে মর্মে দাবি করেন তিনি। এনিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কোন প্রকার মন্তব্যে অপারগতা প্রকাশ করেন। শিশু শিক্ষার্থীদের মেধা বৃত্তির প্রাপ্য টাকা নিয়ে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক বৃন্দ। এনিয়ে সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ বলেন, এনিয়ে খোঁজ খবর নেব। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলব। সরকারের শিক্ষা বান্ধব নীতিকে কিছুতেই প্রশ্নবিদ্ধ হতে দেবনা। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, এটি অবশ্যই একটি অগ্রহনযোগ্য পদক্ষেপ। উপজেলার বৃত্তিপ্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ক্ষতি গ্রস্থ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com