বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাটে ১১ দিনেও অপহৃত এক ব্যক্তির সন্ধান মেলেনি

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাইকুড়া তালতলা নামক স্থান থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে গাড়িতে তুলে নেয়া দুলা মিয়া (৪০) নামে এক ব্যক্তির সন্ধান ১১ দিনেও মেলেনি। তাঁর সন্ধানে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছেন। দুলা মিয়া উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ বড়বাড়ি গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় দুলা মিয়া তার নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের শাকির মোাহম্মদ বাজারে যাওয়ার জন্য টমটম গাড়ি যোগে রওয়ানা দেন। পথিমধ্যে আঃ মতিনের বাড়ির নিকটস্থ পাইকুড়া তালতলা নামক স্থানে পৌছামাত্রই ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একটি মাইক্রোবাস এসে টমটমের গতিরোধ করে টেনে-হেছরে দুলা মিয়াকে গাড়িতে তুলে নিয়ে গ্র“তবেগে চলে যায়। এ বিষয়ে পরিবারের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করলেও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে অপহৃত দুলা মিয়ার বড় ভাই ইদু মিয়া বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও দুলা মিয়ার সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে তারা আমার ভাইকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দুলা মিয়ার বড় ভাই ইদু মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২০, তাং- ১৬ জুন ২০১৯, ধারা- ৩৬৪/৩৪ পেনাল কোড। আসামীরা হলেন-উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের আঃ রহিমের পুত্র রফিক মিয়া (৩৫), পাইকুড়া গ্রামের আবু মিয়ার পুত্র আঃ মতিন (৫০), আঃ মতিনের পুত্র রুমান মিয়া (২২), শাকিল মিয়া (১৮)। মামলা করার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ আসামী রফিক মিয়ার ভাই ছাদেক মিয়ার স্ত্রী মর্জিনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান বলেন, দুলা মিয়া কিছুটা সহজ-সরল প্রকৃতির লোক। সে এলাকার একজন নিরীহ কৃষক। ভিটে বাড়ি ছাড়া তার কিছুই নেই। তিনি জানান, দুলা মিয়ার সন্ধান বের করতে তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। মোবাইলের কললিস্ট পাওয়া গেলে রহস্য উদঘাটন অনেকটা সহজ হবে। এদিকে টমটম গাড়ির চালক আয়াত আলী এ প্রতিবেদককে জানান, অপহরণকারী নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়েছিল এবং তাড়াতাড়ি দুলা মিয়াকে টেনে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নাজমুল ইসলাম। উল্লেখ্য যে, রফিক মিয়া, আঃ মতিন ও ছাদেক মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে অপহৃত দুলা মিয়ার বসতবাড়ির ভিটে, রাস্তা, বিদ্যুতের খুঁটি নিয়ে মামলা-মোকদ্দমা সহ বিরোধ চলে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com